Monday, July 22, 2013


ট্যাবলেট নিয়ে প্রযুক্তি বাজারে চলছে মাতামাতি। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো ট্যাবলেট বাজারে প্রতিযোগিতা করছে। এ বছর বাজারে আসতে পারে নতুন নতুন অনেক ট্যাব। এর মধ্যে বেশ কিছু ট্যাব নিয়ে এখনও গুঞ্জন রয়েছে আবার বেশ কিছু ট্যাব বাজারে ছাড়ার বিষয়ে নিশ্চিত করেছেন নির্মাতারা।

আইপ্যাড ৫, ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের মোটাসোটা আইপ্যাডের দুই প্রজন্মের পর এবারে হালকা-পাতলা মডেলের নতুন আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, আইপ্যাডের পঞ্চম সংস্করণ অর্থাত্ আইপ্যাড ৫ হবে আইপ্যাড ৪-এর তুলনায় ২৫ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত হালকা। নতুন সেন্সর প্রযুক্তি, রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড ৫ চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। দাম হতে পারে ৫০০ থেকে ৭০০ ডলার।

সাত ইঞ্চি সারফেস সারফেস ব্র্যান্ডের ৭ ইঞ্চি মাপের ট্যাব বাজারে আনতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। উইন্ডোজনির্ভর সাশ্রয়ী এ ট্যাবলেটটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। এ ট্যাবলেটে ব্যবহূত হবে ইনটেলের দ্রুতগতির হ্যাসওয়েল প্রসেসর। থাকবে উন্নত রেজুলেশনের ডিসপ্লে ও বিভিন্ন ফিচার।
আট ইঞ্চি নকিয়া ট্যাব চলতি বছরের শেষদিকে বাজারে ট্যাবলেট আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়া। উইন্ডোজের নতুন সংস্করণ ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর নকিয়ার ট্যাবলেটে থাকবে উন্নত রেজুলেশনের ডিসপ্লে। ৪১ মেগাপিক্সেলের ৮০৮ পিওরভিউ প্রযুক্তির লুমিয়া ১০২০ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেওয়ার পর নকিয়া এবারে সাশ্রয়ী দামের ট্যাব নিয়ে ভাবতে পারে।


No comments:

Post a Comment