Monday, July 22, 2013

samsung galaxy s2 কে android 4.1.2 তে আপডেট এবং Root করুন।


 আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Samsung galaxy s2 কে android 4.1.2 তে আপডেট করবেন এবং Root করবেন। তাহলে চলুন শুরু করা যাক।

samsung galaxy s2 কে android 4.1.2 তে আপডেট
প্রথমে আসুন জেনে নেই আপডেট করলে কিকি সুবিধা পাওয়া যাবে।
-Bangla font with no miss place of font
- TouchWiz Nature UX (Same UI as of the Galaxy S III and Galaxy Note II)
- Samsung’s Cloud services
- Direct Call, Smart Stay and Pop-up Play Features
- New Widgets From the Galaxy S III
- 2 Home screen modes
- New Notifications bar
- Google Now

Firmware Details:
Android Version: 4.1.2 – JZO54K (Jelly Bean)
PDA: I9100XXLSJ
CSC: I9100OXXLS1
MODEM: I9100XXLS6

শর্তসমুহঃ
ভালভাবে চেক করে নিন আপনার মোবাইলটি লক করা আছে কিনা।
এই আপডেট ও রুট এর ফলে আপনি আপনার ওয়ারেন্টি হারাবেন।
এই আপডেট ও রুট আপনি আপনার নিজ দায়িত্বে করবেন, কোন ক্ষতির জন্য এই ব্লগকে দায়ী করা যাবে না।

সর্ত
1. আপনার প্রয়োজনীও তথ্য মোবাইল থেকে সরিয়ে রাখুন।
2. USB debugging অন করে নিন।
3. ব্যাটারি ফুল চার্জ দিয়ে নিন।
4. Antivirus and Kies বন্ধ করুন আপনার মোবাইলে
5. Kies অথবা Galaxy S2 driver আপনার কম্পিউটারে installed থাকতে হবে।

* We are not responsible for any damage ...do at your risk.
আপডেট শুরু করুন।
১) কমেন্ট থেকে File ডাউনেলোড করে নিন। কারন এখানে আমি লিংকটি দিতে পারছি না । Error দেখায়
৩) I9100XXLSJ_I9100OXXLS1_OXX.zip ফাইলটি ওপেন করলে নিচের ছয়টি ফাইল পাবেন। এগুলোকে আলাদা করে একটি ফোল্ডারে রাখুন।
- CHECKSUM.md5
- CODE_I9100XXLSJ.tar
- CSC_HOME_OXX_I9100OXXLS1.tar
- emmc_EXT4_16GB.pit
- emmc_EXT4_32GB.pit
- MODEM_I9100XXLS6.tar

৪) আপনার পিসি তে samsung kies install করুন এবং আপনার মোবাইল ডেটা কেবল দিয়ে চেক করে দেখুন kies এ তা দেখাচ্ছে কিনা।
৫) আপনার মোবাইলের Anivirus uninstall করুন ( যদি থেকে থাকে)
৬) আপনার মোবাইলের samsung kies কে application manager দিয়ে force stop করুন।
৭) আপনার ব্যাটারিকে ফুল চার্জ দিয়ে নিন।
৮) USB debugging অন করে নিন।
৯) আপনার প্রয়োজনীও তথ্য মোবাইল থেকে সরিয়ে রাখুন।
১০) আপনার মোবাইলটি বন্ধ করুন
১১) এবার ডা্ডনলোড মুডে অন করুন আপনার মোবাইল ( Volume down + Home button + power button )
১২) এবার odin3 v1.85.exe. ফাইলটি ওপেন করুন
১৩) ডেটা কেবল দিয়ে আপনার মোবাইলটি আপনার পিসির সাথে সংযুক্ত করুন।
১৪) এবার আপনার পিসিতে odin এর দিকে তাকান, সব কিছু ঠিক থাকলে নিচের ছবির মত হলুদ রং এ আপনার পিসি পোর্ট দেখাবে। মেসেজ বক্সে added দেখাবে।
১৫) এবার যথাক্রমে PDA ,PHONE, CSE তে ক্লিক করুন এবং নিচের ফাইলগুলো আলাদা করে রাখা ফোল্ডার থেকে দেখিয়ে দিন।
- PDA - CODE_I9100XXLSJ.tar
- PHONE - MODEM_I9100XXLS6.tar
- CSC - CSC_HOME_OXX_I9100OXXLS1.tar

১৬) এবার option এ Auto reboot ও F.Reset time এ টিক দিন।
১৪, ১৫, ১৬ ঠিক মত করলে উপরের ছবির মত দেখাবে।
১৭) এবার বিসমিল্লাহ বলে start এ ক্লিক করুন।
১৮) সবকিছু ঠিক থাকলে আপনার মোবাইলটি কাজ শেষে রিস্টার্ট হবে এবং Odin এ pass লেখা চলে আসবে। নিচের ছবির মত।
১৯) ব্যস হয়ে গেল আপনার মো্বাইল আপডেট।
আসুন এবার Root করে ফেলি।
২) এবার ফাইলটিকে আপনার মেমোরি কার্ডে রাখুন।
৩) আপনার ফোনটি অফ করুন ও stock recovery ( Volume up + Home + Power ) মুডে অন করুন।
৪) এবার নিচের ছবির মত apply update from external storage তে সিলেক্ট করুন।
৫) এবার নিচের ছবির মত আপনার কপি করা ফাইলটি দেখিযে দিন। আর installation শেষে reboot system now দিয়ে ফোন রিস্টার্ট করুন।
৬) ব্যাস , আপনার ফোনটি রুট হয়ে গেল।
ধন্যবাদ।

Elite BD news Dhaka

No comments:

Post a Comment