মীর মোহাম্মদ নাসির উদ্দিন |
জামায়াতকে নিষিদ্ধের কথা বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ স্ট্যান্টবাজি করছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন।শনিবার বিকালে রাজধানীর বিয়াম মিলানায়তনে বিবিসি বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ আয়োজনে বিবিসি বাংলাদেশ সংলাপে এই মন্তব্য করেন তিনি।
মীর
নাসির
বলেন,
আওয়ামী লীগ
কোনো
দিন
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করবে
না।
নিষিদ্ধ করার
ধোঁয়া
তুলে
সরকার
রাজনৈতিক স্ট্যান্টবাজি করছে।তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে
জামায়াতকে রাজনীতি করার
সুযোগ
করে
দিয়েছেন। কিন্তু
সংবিধানের পঞ্চদশ
সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ
জামায়াতকে ধর্ম
নিয়ে
রাজনীতি করার
সুযোগ
দিয়েছে।সাবেক
এই
মন্ত্রী আরো
বলেন,
আওয়ামী লীগ
ধর্মভিত্তিক দল
জামায়াতকে নিষিদ্ধ করলে
জামায়াত আরো
শক্তিশালী হবে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে
জামায়াত ও
আওয়ামী লীগ
এক
সঙ্গে
পার্লামেন্টে রাত
কাটিয়েছে।
সংলাপের অপর
প্যানেলিস্ট আইন,
বিচার
ও
সংসদ
বিষয়ক
প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল
ইসলাম
বলেন,
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার
বিষয়ে
অবশ্যই
সরকার
ভেবে
দেখবে।
আদালত
রায়ে
জামায়াতকে একটি
অপরাধী
সংগঠন
হিসেবে
চিহ্নিত করেছে।
এ
ব্যাপারে সরকার
সঠিক
সময়ে
সঠিক
সিদ্ধান্ত নেবে।কামরুল ইসলাম বলেন,
গোলাম
আযম
ছিলেন
নাটের
গুরু।
আমরা
তারবিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আশা
করেছিলাম। তবে
যে
রায়
হয়েছে
তাতে
সরকারসন্তুষ্টি প্রকাশ
করেছে
তা
ঠিক
না।
মুক্তিযুদ্ধের ৪২
বছর
পর
বিচার
শুরুকরতে পেরে
সরকার
সন্তুষ্টি প্রকাশ
করেছে।
প্যানেল আলোচক
সাবেক
ব্যাংকার, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও
কলামিস্ট শাহ
আবদুল
হান্নান বলেন,
ট্রাইব্যুনালের কোনো
রাজনৈতিক পর্যবেক্ষণ দেওয়া
ঠিক
না।
জাতীয়
সংসদে
জামায়াতের সদস্য
রয়েছেন। তাছাড়া কোনো
রাজনৈতিক দলকে
নিষিদ্ধ করাও
ঠিক
না।
বাংলাদেশে জামায়াত ও
হেফাজতে ইসলামসহ সব
ইসলামিক দলই
টিকে
থাকবে।
তিনি
বলেন,
জামায়াতের মিড
লেভেলে
যে
নেতৃত্ব আছে
তা
অবশ্যই
জামায়াতের শূন্যতা পূরণ
করতে
সক্ষম।
তারা
সেটা
ইতোমধ্যে করেও
ফেলেছে।
সংলাপে আলোচক
হিসেবে
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও
সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.
গীতি
আরা
নাসরিন
বলেন,
বাংলাদেশে ইসলাম
ধর্মের
প্রতিনিধিত্ব শুধু
জামায়াত করে
না,
জামায়াত ধর্মকে
রাজনীতিতে ব্যবহার করছে।
জামায়াতকে আমি
শুধু
বলবো
সক্রিয় সন্ত্রাসী কর্মকা-
চালানো
একটি
দল।
আর
আমাদের
দেশের
বড়
রাজনৈতিক দলের
প্রশ্রয়েই তারা
এটা
করতে
সক্ষম
হচ্ছে।
Elite BD news Dhaka
No comments:
Post a Comment